“দ্বীপ হাতিয়ার মিলনমেলা ২০১৮”
ইংরেজী নববর্ষ ২০১৮ এর ২৬ জানুয়ারী রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও ঢাকার আশেপাশে বসবাসরত হাতিয়াবাসীদেরকে নিয়ে "দ্বীপ হাতিয়ার মিলনমেলা- ২০১৮"।
উক্ত মিলনমেলায় অংশ নিতে এবং হাতিয়াবাসীদের সান্নিধ্য পেতে সংগ্রহ করুন মিলনমেলার এন্ট্রি পাস এবং খাবারের কুপন। সেই সাথে র্যাফেল ড্র এর টিকেট সংগ্রহের মাধ্যমে রয়েছে আকর্ষণীয় পুরষ্কার পাওয়ার সুবর্ণ সুযোগ। আসুন দ্বীপ হাতিয়ার মিলনমেলায় ঢাকাস্থ সকল হাতিয়াবাসী একত্রিত হই একই ফ্লাটফর্মে।
স্থান: আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, উত্তরা, ঢাকা।
তারিখ: ২৬ জানুয়ারি ২০১৮, শুক্রবার (সকাল ৯টা থেকে)।
দাজ্জালের মৃত্যু (১০ বার পঠিত )
ইয়াজুজ মাজুজ (দাজ্জাল, মহাপ্রলয় ও বিচার দিবস বই থেকে) (১০ বার পঠিত )
কিয়ামতের অষ্টম আলামত (১০ বার পঠিত )
মহাপ্রলয় (৯ বার পঠিত )
কিয়ামতের নবম আলামত (৮ বার পঠিত )
আস সুর (শিংগায় ফুতকার) (৮ বার পঠিত )