আইস্ক্রিম
মুহাম্মাদ উছমান গনী
চৈত্রের দুপুরে চারদিক রিমঝিম;
ফেরিওয়ালা হাকিতেছে ‘মালাই আইস্ক্রিম’।
বসন্তের এ দিনে গরমে হিমশিম,
আইস্ক্রিম আইস্ক্রিম।
ছেলে-মেয়ে দেয় ছুট, মন যে মানে না আর;
কেউ কেনে ঈগলু কেউ কেনে পোলার।
এতটুকু মুখে দিলে শরীরটা হয় হিম,
আইস্ক্রিম আইস্ক্রিম।
বুড়ো-জোয়ান সকলে খেতে চায় বারবার
বসন্ত-গ্রীষ্মে এ দারুন পপুলার।
শিশুর হাতে না দিলে কান্নায় রতি ভীম,
আইস্ক্রিম আইস্ক্রিম।
টক মিষ্টি ঝাল নয় ঠান্ডা আইস্ক্রিম,
ধনী-গরিব দীন-হীন কিনিতেছে প্রতি দিন,
বাংলায় ‘বরফ পিঠা’,
ইংলিশে আইস্ক্রিম।
বুধবার ১৩ মে ২০১৫ সকাল ১১:১৮
আ:রহমান লিখেছেন :
ভালো লাগলো ধন্যবাদ